বড় রায় আদালতের তরফে

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে একটি মামলাতে বড় রায় দিল আদালত।

আগামী ৬ মাসের মধ্যে সরকারি কর্মীদের বেতন, ডিএ সহ সকল ভাতা মেটাতে হবে। ঠিকই এমনই নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ন্যায্য বেতনের দাবিতে গোয়া সরকারের এই সংস্থাটির কর্মীরা মুম্বাই হাইকোর্টে মামলা করেন। যেহেতু মামলাটি বিচারাধীন তাই কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন, পেনশন দেওয়া হবে না। সংস্থার চাপে পড়ে বেশ কিছু কর্মী মামলা থেকে সরেও আসেন।

তবে সকলে পিছু হটেন নি। অনেকেই তারপরেও মামলা চালিয়ে যাচ্ছিলেন। আর সেই মামলাতেই এবার উল্লেখযোগ্য রায় দিয়েছে মুম্বই হাইকোর্ট। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, কর্মচারীদের মৌলিক অধিকারের পরিপন্থী কাজ করেছে সংস্থা।

You May Also Like