মালদা জেলাতে পড়েছে হাড় কাঁপানো শীত

0 min read

গত কয়েকদিন ধরে মালদা জেলাতেও পড়েছে হাড় কাঁপানো শীত। চলছে শৈত প্রবাহ। তাপমাত্রার পারদ নেমেছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। হাড় কাঁপানো শীতে লোকের আনাগোনা কম রাস্তাঘাটে। সকাল থেকে যারা কাজে বেরিয়েছিলেন তাদের গায়ে ছিল গরম পোশাক। অনেকে শীত থেকে বাঁচতে রাস্তার ধারে কাঠ পুড়িয়ে আগুনের তাপ নেন। পথ চলতি মানুষেরাও দাঁড়িয়ে কাঠের আগুনে হাত পা গরম করেন।

পথচারীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে পড়েছে হাড় কাঁপানো শীত। এর সাথে কুয়াশা। তাই কনকনে শীতের হাত থেকে বাঁচতে কাঠ পুড়িয়ে আগুন তাপেন তারা।

You May Also Like