ব্রেকিং: নিজাম প্যালেস থেকে বেরলেন পার্থ, জেনে নিন, কি হতে চলেছে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ?

1 min read

নিজাম প্যালেস থেকে বেরোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বুধবার ৫.৪০ নাগাদ নিজাম নিজাম প্যালেসে সিবিআই দফতরে যান তিনি। এদিন সন্ধ্যা ছটা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তিন ঘন্টায় দু – দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে পার্থকে।

সূত্র মারফত জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় যেসব বয়ান দিয়েছে ,সেইসব বয়ান মিলিয়ে দেখা হবে। মিলিয়ে দেখার পরে তার উপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সিবিআই সূত্রে খবর,আজ বিকেলে ৪ থেকে শিক্ষক নিয়োগে উপদেষ্টার কমিটির সদস্যদের বয়ান রেকর্ড করা হয়েছে। এদিকে , পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিলেও এখনও উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ান রেকর্ড চলেছে। প্রায় পাঁচ ঘন্টা অতিক্রম হয়ে গেছে। বয়ান রেকর্ড হয়ে গেলে , পার্থ চট্টোপাধ্যায় এর বয়ান এর সঙ্গে মিলিয়ে দেখবেন সিবিআই আধিকারিকেরা। তার পর পার্থ চট্টোপাধ্যায় বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন তারা।

অন্যদিকে, নিজাম প্যালেস এর সিবিআই দফতরে থেকে বেরিয়ে বেহালার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

You May Also Like