ঝড়ের গতিতে চলছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ

0 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দেশের পরিবহণ ব্যবস্থাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে জোরকদমে চলছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ। পরিষেবা শুরুর সময়ে ৩৫ টি বুলেট ট্রেন চালানো হবে। ২০৫০ সালের মধ্যে ১০৫ টি ট্রেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে ৫০৮ কিলোমিটার দূরত্ব কভার করা বুলেট ট্রেন প্রতি ঘন্টায় ৩২০ কিমির সর্বোচ্চ গতি অর্জন করতে পারবে বলে। এই সফরের সময় মাত্র ২ ঘন্টা। বুলেট ট্রেনের রুটের জন্য ২৪ টি রিভার ব্রিজ এবং ২৮ টি স্টিল ব্রিজ নির্মাণ করা হয়েছে।

সফর শুরু হলে প্রতি বছর প্রায় ১.৬ কোটি যাত্রী বুলেট ট্রেনে ভ্রমণ করবে। প্রকল্পটির মোট খরচ ধরা হয়েছে ১.০৮ লক্ষ কোটি টাকা। যেখানে কেন্দ্র সরকার দেবে ১০,০০০ কোটি টাকা। পাশাপাশি, গুজরাট এবং মহারাষ্ট্র দেবে ৫,০০০ কোটি টাকা করে। অবশিষ্ট অর্থ জাপান থেকে একটি ঋণের মাধ্যমে ন্যূনতম ০.১ শতাংশ সুদের হারে পাওয়া যাবে।

You May Also Like