তবে কি এবার সাধ্যের বাইরেই চলে গেল সোনা?

1 min read

হু হু করে বেড়ে চলেছে সোনার দাম। প্রতি ভরি দাম যেন ছুঁয়েই ফেলবে ৭০ হাজার টাকা। সোনার দামে সপ্তাহের শুরু থেকেই দামের বৃদ্ধি দেখা গিয়েছে। এবার আরও বাড়ল দাম। ৭০ হাজারের খুব কাছে সোনার দাম। যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। প্রথম পছন্দ বেশিরভাগের সোনাই। দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে।

আজ ৪ এপ্রিল বুধবার দামে গ্রাহকদের স্বস্তি নেই। ৭০ হাজার টাকার সীমা খুব তাড়াতাড়ি ছুঁয়ে ফেলবে সোনা। বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার ২৪ ক্যারাট সোনার দাম এক লাফে অনেকটা বেড়েছে। গ্রাম প্রতি ৭৪ টাকা বেড়ে হয়েছে ৬৯৬৭ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ৩৪ টাকা বেড়ে হয়েছে ৬৭৩০ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য প্রতি গ্রামে ৬৩৪০ টাকা দাম পাবেন। আজকের বাজারে ১৮ ক্যারাট সোনার দাম ৫৫৪৬ টাকা। রুপোর দাম আজ কেজিতে অনেকটাই বেড়েছে। আজকের রুপোর দাম ৭৯,৩৪০ টাকা প্রতি কেজিতে।

You May Also Like