রাজ্য সরকারের চাপ বাড়িয়ে চার শতাংশ ডিএ বাড়ানো হলো কেন্দ্র সরকারের তরফে

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের সিদ্ধান্ত আরও চাপে ফেলবে বঙ্গের সরকারকে। কারণ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে। আর নতুন প্রস্তাব কার্যকর হলে আগের ৩৮ শতাংশের বদলে ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। এই প্রসঙ্গে কেন্দ্রের তরফে জানান হয়েছে, এই ডিএ বৃদ্ধির ফলে প্রায় ১২ হাজার ৮০০ কোটি টাকার বেশি খরচ হবে।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাপকভাবে চাপ বাড়ল তা বলাই বাহুল্য। দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে বলে দাবি জানানো হচ্ছে। কিন্তু সেইরূপ পদক্ষেপ এখনও পর্যন্ত নেয়নি সরকার আর কার্যত নেওয়া সম্ভব না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রের ডিএ বৃদ্ধি রাজ্যের সরকারি কর্মীদের জন্য যেন আরও ক্ষত বাড়িয়ে দিয়েছে। যদিও তারা স্পষ্ট বলছেন, ডিএ আদায় করেই ছাড়বেন।

You May Also Like