বাইজু’স ও ইন্ডিয়ান কোস্ট গার্ড

1 min read

বিশ্বের অগ্রণী এডটেক কোম্পানি বাইজু’স তাদের সামাজিক উদ্যোগ ‘এডুকেশন ফর অল’-এর আওতাধীনে হাত মেলালো ইন্ডিয়ান কোস্ট গার্ডের সঙ্গে। তিন বছরের এই পার্টনারশিপের লক্ষ্য হল ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মরত অভিভাবকদের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ১২ শতাধিক সন্তানদের শিক্ষাদান করা।

ইন্ডিয়ান কোস্ট গার্ডের সঙ্গে যুগ্মভাবে বাইজু’স এইসব শিক্ষার্থীদের তাদের ‘টেক-এনাবেলড’ ও ‘হাই কোয়ালিটি লার্নিং কনটেন্ট’ বিনামূল্যে প্রদান করবে। এজন্য প্রথম দফায় চেন্নাই, কোচি, ভুবনেশ্বর, পোর্ট ব্লেয়ার ও গান্ধিনগরের মতো কোস্টাল এরিয়ার সরকারি স্কুলগুলির শিক্ষার্থীদের মধ্যে ৫ শতাধিক লাইসেন্স বিতরণ করা হয়েছে। বাইজু’স-এর উদ্দেশ্য হল ২০২৫ সালের মধ্যে ‘এডুকেশন ফর অল’ প্রোগ্রামের মাধ্যমে অনগ্রসর ১২ মিলিয়ন শিক্ষার্থীর ক্ষমতায়ন।

বাইজু’স-এর ‘এডুকেশন ফর অল’ সামাজিক উদ্যোগ চালু হয়েছিল ২০২০ সালে। ইতিমধ্যে, এই উদ্যোগের মাধ্যমে ২৬টি রাজ্যের ১৪০টিরও বেশি এনজিও’র সহযোগিতায় ৫ মিলিয়ন শিক্ষার্থী উপকৃত হয়েছে।

You May Also Like