ছাড়া যাবে না রাজ্যের মুখ্যসচিবকে, চিঠি গেল নমোর কাছে

1 min read

তোলপাড় রাজ্য রাজনীতি। ধন্ধ উঠল এবার চরমে। রাজ্যের মুখ্যসচিবকে ঘিরে রাজ্য ও কেন্দ্র সরকারের সংঘাত। সবে মাত্রই রাজ্যের আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্রের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব পদে আরও তিন মাসের মেয়াদ বেড়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এই কয়েকদিনের ব্যবধানের মাঝেই বদলির জন্য কেন্দ্র সরকার তরফে ডাক এসেছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে নারাজ রাজ্য সরকার। ইতি পড়ল বদলির জল্পনায়। রাজ্যের মুখ্যসচিব বদলি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আলাপন এই মুহূর্তে তাঁকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারছে না, তা জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সোমবার সকাল দশটায় নর্থ ব্লকে গিয়ে রিপোর্টি করতে বলা হয়েছিল। তবে সেই নির্দেশ অনুযায়ী দিল্লি গেলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বলা হয়েছে, ‘জনস্বার্থে এই নির্দেশ প্রত্যাহার করা হোক। দাবি, অনুরোধ, সমালোচনার মি শেলে নরমে-গরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ৫ পাতার চিঠি পৌঁছল প্রধানমন্ত্রী মোদির কাছে। এই আবহে এবার আলাপনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। এরপর কেন্দ্র কোন পদক্ষেপ নেয় এখন এইদিকেই তাকিয়ে গোটা রাজ্য সহ জাতীয় রাজনীতিও।

উল্লেখ্য, গত শুক্রবার আচমকা কেন্দ্রের তরফে চিঠি পাঠিয়ে এ কথা জানানো হয়। তারপর থেকেই তাঁর এই বদলির নিয়ে টানাপোড়েন শুরু হয়। রাজ্যের সঙ্গে আলোচনা না করে, মতামত না নিয়ে একতরফাভাবে কেন্দ্রের এই চিঠি ‘রাজনৈতিক অভিসন্ধিমূলক’ বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহলে।

You May Also Like