মধ্য শিক্ষা পর্ষদের অফিসে CBI হানা

1 min read

মধ্যশিক্ষা পর্ষদের দফতরে সিবিআই-এর ৬ সদস্যের প্রতিনিধি দল। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত ভার হাতে নিয়েই সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে আসে সিবিআই। প্রাথমিকে বেআইনি নিয়োগের অভিযোগে আদালতের নির্দেশে ইতিমধ্যেই ২৬৯ জনের চাকরি বাতিল করা হয়েছে৷ সেই মামলার তদন্তেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আজ সকাল ৯টা ১৫ নাগাদ সল্টলেকের ডিরোজিও ভবনে পৌঁছয় সিবিআই-এর আধিকারিকরা। তবে কল্যাণময় গঙ্গোপাধ্যায় দফতরে না থাকায় পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই৷ তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে বলেই সূত্রের খবর।

পাশাপাশি ডিরোজিও ভবনে তল্লাশিও চালাচ্ছে সিবিআই৷ অ্য়াডমিন-সহ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দফতরে উপস্থিত কর্মীদের সঙ্গেও কথা বলছেন অফিসাররাষ সূত্রের খবর, বিগত তিন দিন ধরে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে দফায় দফায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। সেখান থেকে উচ্চস্তরের প্রচুর নথিপত্র তাঁদের হাতে এসেছে। এর পরেই বৃহস্পতিবার সকালে ফের সেখানে পৌঁছয় গোয়েন্দাদের দল।

সিবিআই সূত্রে খবর, বেশ কয়েক জনকে আগেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল।  তাঁদের প্রশ্ন করা হচ্ছে। কথা বলছেন অ্যাডমিন পারমিতা রায়ের সঙ্গেও। সিবিআই গোয়েন্দারা জানিয়েছেন, কী ভাবে গোটা দুর্নীতি হয়েছে, কী ভাবে বেআইনি নিয়োগ হয়েছে, কাদের নির্দেশে হয়েছে, সেই সমস্ত তথ্য বিশদে জানার চেষ্টা চলছে।

এ দিকে, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। সোমবার ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি৷ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে সিট গঠন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

 

You May Also Like