টিকাকরণ নিয়ে একাধিক তথ্য দিল কেন্দ্র

0 min read

বিগত দু বছরের বেশি সময় ধরে করোনাভাইরাসের আতঙ্ক তাড়া করে বে রিয়েছে বিশ্বের মানুষকে। করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাজারে আসে কোভিড টিকা। টিকার কারণে কতজন নিরাপত্তা পেয়েছেন কোভিড থেকে, এইসব তথ্য সম্পর্কে জানান কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই বিষয়ক তথ্য দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০২১ সালের ১৬ জানুয়ারি ভারতে টিকাকরণ শুরুর পর এখনও পর্যন্ত দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ টিকা পেয়ে গিয়েছেন। আর কোভিডের টিকার কারণে ৩৪ লক্ষ মানুষের নিরাপত্তা হয়েছে। টিকার কারণে সংক্রমণের তীব্রতা যেমন কমেছে, তেমন রোগ প্রতিরোধ ক্ষমতাও মানুষের মধ্যে বেড়েছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে। পরিসংখ্যান অনুযায়ী, ১৮.৩ বিলিয়ন ডলার ক্ষতি আটকানো গিয়েছে টিকাকরণের ফলে। কেন্দ্র আরও জানিয়েছে, এই মুহূর্তে বুস্টার ডোজ নিয়েও মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে।

যদিও সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা বিশ্বের জন্য জনস্বাস্থ্যে এখনও উদ্বেগের বিষয় করোনা অতিমারি। তাঁদের বক্তব্য, অতিমারি পর্যায় এখন বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। ভাইরাস ইতিমধ্যে একাধিকবার নিজের রূপ বদলে ফেলেছে এবং বিশেষজ্ঞরা তার নেতিবাচক দিক ইতিমধ্যে দেখে নিয়েছে, তা নিয়ে গবেষণাও চলছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পষ্ট বক্তব্য, অতিমারি যে চলে গিয়েছে তা ভাবার কোনও জায়গাই নেই।

You May Also Like