বদল এলো শিক্ষক বদলি সংক্রান্ত আইনে

0 min read

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই বড়ো বদল এলো নিয়মে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের আইন বদল করল কলকাতা হাইকোর্ট। পাঁচ বছরের কম মেয়াদ চাকরি জীবনে বদলি নিয়ে বিস্তর অভিযোগ আসছিল। শারীরিক অসুস্থতার জন্য বদলি করা যাচ্ছিল না।

এই নিয়মের বদল ঘটালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতা থাকলেও চাকরির মেয়াদ পাঁচ বছরের কম হলেও বদলি কার্যকর করা যাবে। মামলাকারি এক শিক্ষিকা হামিদা খাতুনের আবেদনের ভিত্তিতে এসএসসির বদলির আইন পরিবর্তন ঘটালেন বিচারপতি।

বর্ধমানের বাসিন্দা ওই শিক্ষিকার বক্তব্য ছিল, শারীরিক অসুস্থতার জন্য অনেকটা পথ পেরিয়ে স্কুলে যেতে পারছেন না তিনি। তাই তিনি বদলির আবেদন করতে চাইছেন। তবে নিয়ম অনুযায়ী কোন শিক্ষক বা শিক্ষিকা স্কুলে ঢোকার পাঁচ বছরের মধ্যে বদলির আবেদন করতে পারে না। এই জায়গাতেই নিয়ম বদল করল কলকাতা হাইকোর্ট।

শিক্ষিকার যুক্তি ছিল, যাওয়া এবং আসা মিলিয়ে প্রায় ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হতো তাকে এবং তার জন্য বাড়তি খরচ হতো অনেক। সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ওই শিক্ষিকা আবেদন জানিয়েছিলেন বাড়ির কাছাকাছি কোন একটি স্কুলে তাকে বদলি করে দেওয়া হোক।

বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, যে নিয়ম রয়েছে তা এই শিক্ষিকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং তাকে বাড়ির সামনে স্কুলে বদলি করতে হবে। স্কুল সার্ভিস কমিশনকে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

You May Also Like