কোভিডের পরবর্তীকালে পশ্চিমবঙ্গে দ্বিগুণ হয়েছে শিশু পাচারের ঘটনা

1 min read

ভারতে শিশু পাচার সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে শিশু পাচারের ঘটনার গড় সংখ্যা কোভিড-পূর্ব এবং পরবর্তী বছর (২০১৬-২০২০) এর মধ্যে ৩৫থেকে ৭২-এ বেড়েছে। শীর্ষ দশের তালিকায় উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি এবং রাজস্থানও রয়েছে যেখানে মহামারীর পর থেকে শিশু পাচারের ঘটনা বেড়েছে। নোবেল শান্তি বিজয়ী কৈলাশ সত্যার্থী দ্বারা প্রতিষ্ঠিত গেমস২৪x৭ (Games24x7) এবং কৈলাশ সত্যার্থী চিলড্রেনস ফাউন্ডেশন (KSCF) দ্বারা যৌথভাবে একটি গবেষণায়, শিশু পাচার সংক্রান্ত এই তথ্যগুলি প্রকাশিত হয়েছিল।

কেএসসিএফ এবং পার্টনাররা ভারতের ২১ টি রাজ্যের ২৬২ টি জেলায় হস্তক্ষেপের মাধ্যমে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ১৮ বছরের কম বয়সী ১৩,৫৪৯ জন শিশুকে উদ্ধার করেছে। একটি সম্মীক্ষার মতে, ২০১৬ এবং ২০২২ এর মধ্যে, উদ্ধার হওয়া শিশুদের ৮০% ছিল ১৩-১৪ বছর বয়সী কিশোর, ১৩% ছিল ৯-১২ বছর বয়সী এবং ২.৩৩% ছিল ৫-৮ বছর বয়সী, যাদের মধ্যে পাঁচ বছরের শিশুরাও ছিল।

দেশে শিশু পাচার বৃদ্ধির বিষয়ে, কেএসসিএফ -এর ম্যানেজিং ডিরেক্টর এভিএসএম (অব.) রিয়ার অ্যাডমিরাল রাহুল কুমার শ্রাবত বলেছেন, “বিগত দশ বছরে শিশু পাচারের ঘটনা থেকে ভারত অনস্বীকার্যভাবে শিশু উদ্ধার করেছে,যদিও সংখ্যাগুলি ভয়ঙ্কর এবং উদ্বেগজনক। সরকার এবং সংস্থাগুলির যৌথ উদ্যোগে পাচার হওয়া শিশুদের সংখ্যা হ্রাস পেয়েছে।”

You May Also Like