করোনার নতুন রূপ নিয়ে বাড়ছে চিন্তা

1 min read

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। আজ থেকে প্রায় তিন বছর আগে সূত্রপাত হয়েছে এই করোনা ভাইরাসের। এর পর পরিস্থিতি কিছুটা থিতু হলেও আবার নতুন রূপ নিয়ে ফিরে এসেছে মারণ ভাইরাস৷ তবে গত কয়েক মাসে অনেকটাই কমেছিল করোনার প্রকোপ৷ কিন্তু, নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে ভাইরাস৷

এর আগে আল্ফা, বিটা, ডেল্টা থেকে ওমিক্রন, বারবার ঘুরে ফিরে এসেছে করোনা৷ এবার করোনার আরও একরূপের সম্মুখীন গোটা দুনিয়া। এটির নাম ওমিক্রন BF.7। চিনে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। BF.7 ওমিক্রনের আসল নাম BA.5.2.1.7। সংক্ষেপে এটিকে বলা হচ্ছে BF.7৷ এটি ওমিক্রন BA.5-এর একটি অংশ৷ বিশেষজ্ঞরা বলছেন, অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম এই ভাইরাস৷ যাঁদের টিকা নেওয়া আছে, তাঁরাও এই ভাইরাসে সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা৷

এই ভাইরাসের প্রজনন ক্ষমতা ১০ থেকে ১৮.৬৷ কোনও ব্যক্তি ওমিক্রনের এই রূপে সংক্রমিত হলে, তাঁর থেকে ১০ থেকে ১৮.৬ জন সংক্রমিত হতে পারেন। নয়া রূপের সঙ্গে পুরনো ওমিক্রনের উপসর্গগুলির মিল রয়েছে৷ জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, ক্লান্তি, বমি, ডায়েরিয়া এর অন্যতম লক্ষণ। চিনে ব্যাপকভাবে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা তিন হাজার পেরিয়ে গিয়েছে৷

You May Also Like