রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে পিচ নিয়ে বিতর্ক

1 min read

আর মাত্র এক দিন পরেই বিশ্বকাপ ফাইনাল। এরই মধ্যে শুরু হয়েছে সেমিফাইনালের মতো ফাইনালের পিচ নিয়েও জল্পনা, বিতর্ক। জানা গিয়েছে, বিশ্বকাপে তাঁর কাজ শেষ বলে আইসিসি-র প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন নাকি বাড়ি ফিরে গিয়েছেন।কিন্তু পরে আবারও শোনা যায় তিনি ভারতেই আছেন।শুক্রবার তাঁকে আমদাবাদের পিচের ধারেকাছে দেখা না গেলেও শনিবার সেখানে আসতে পারেন বলে খবর।

এখন দুই ভারতীয়ের হাতেই দায়িত্ব রয়েছে ফাইনালের চূড়ান্ত পিচ প্রস্তুতির।তবে অ্যাটকিনসনের নির্দেশ মেনেই তাঁরা কাজ করছেন এবং শনিবার অ্যাটকিনসন এসে কার্যদর্শন করবেন।বোর্ড সংস্থা থেকে জানানো হয়েছে যে “অ্যাটকিনসনের কাজ শেষ জন্যেই তিনি চলে গিয়েছে। দয়া করে এখানে কোনও বিতর্ক খুঁজতে যাবেন না। আর ফাইনালে যে প্রধান পিচ প্রস্তুতকারককে থাকতেই হবে এরকম আইসিসি-র কোনও নিয়মেই লেখা নেই।”

তবে আইসিসি-র পাওয়া সূত্রের খবর অনুযায়ী, ফাইনালের চূড়ান্ত পিচ প্রস্তুতি খতিয়ে দেখবেন বোর্ডের প্রধান পিচ প্রস্তুতকারক আশিস ভৌমিক এবং তাপস চট্টোপাধ্যায়। আর তাঁদের সঙ্গে থাকতে চলেছেন বোর্ডের মুখ্য কর্তা আবে কুরুভিল্লা।

You May Also Like