ফোন কলে ওটিপি নম্বর দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন কোচবিহারের বৃদ্ধা

0 min read

আধার থেকে শুরু করে বায়োমেট্রিক ক্লোন, রাজ্যের একের পর এক প্রতারণার ঘটনা ঘটছে। জালিয়াতির ফাঁদে পড়ে এবার কোচবিহারের এক নাগরিক ব্যাঙ্কের গচ্ছিত টাকা হারালেন। দুই ধাপে এক লক্ষ উনিশ হাজার দুশো টাকা প্রতারণা হয়েছে বলে অভিযোগ। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরে। জানা গিয়েছে, শহরে অবস্থিত রাজারহাটে একটি জনপ্রিয় বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে,সেই ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে গ্রাহক কে ফোন করে করা হয়েছে প্রতারণা। ব্যাংকের ওই শাখাতেই রেনু রানী দত্তর একটি রেকারিং একাউন্ট ছিলো। সেই রেকারিং এর টাকা ম্যাচুয়ার হয়ে যাবার নাম করে ফোন করে একাধিক তথ্য নেওয়া হয় গ্রাহকের কাছ থেকে। এর পর একটি ওটিপি নম্বর  চাওয়া হয় । সেই ওটিপি দেওয়ার দুদিন পর রেনু রানী দেবী জানতে পারেন তার একাউন্টে যেখানে এক লক্ষ উনিশ হাজার দুশো সাত চল্লিশ টাকা থাকার কথা সেখানে পড়ে রয়েছে মাত্র সাত চল্লিশ টাকা। বাকি টাকা নেই  সেটা তিনি তখনি বুঝতে পারেন।  এরপর ওই ব্যাংকের শাখায় গিয়ে তিনি সমস্ত বিষয়টি জানান।এই বিষয়ে তিনি স্থানীয় থানায় ও ওই বাঙ্কের শাখায় লিখিত অভিযোগ জানায়।

You May Also Like