কোচবিহার সাব-ডিভিশনাল প্রেস ক্লাবের ধিক্কার মিছিল ও অবস্থান বিক্ষোভ 

1 min read

নিজস্ব সংবাদদাতা,কোচবিহার : ভোটের ছবি তুলতে গিয়ে আক্রান্ত জলপাইগুড়ি ও মালদা জেলার সাংবাদিকরা। তারই প্রতিবাদে আন্দোলনের সবর হলেন কোচবিহার সাব-ডিভিশনাল প্রেস ক্লাবের সদস্যরা।কোচবিহার শহরে সাংবাদিকরা প্রতিবাদ সংঘটিত করে  । কোচবিহার সাগরদিঘী স্কয়ার থেকে ধিক্কার মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে জেলা পুলিশ দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করে।জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাটের ১৫/৪১ নং বুথের ঘটনা। আক্রান্ত হয়েছেন বিভিন্ন চ্যানেল ও পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে ৬ জন সাংবাদিক গুরুতর জখম।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। প্রায় ৪০- ৫০জন দুষ্কৃতীরা সাংবাদিকদের উপর চড়াও হয়।পরে সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।৬ জন গুরুতর জখম হওয়ায় ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়।গুরুতর জখম সাংবাদিকদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সম্পাদক সুমন কল্যাণ ভদ্র বলেন সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে মাঝে মাঝেই সাংবাদিকদের ওপর আক্রমণ হচ্ছে। এরকম ঘটনা যেন না ঘটে প্রশাসন যেন করা পদক্ষেপ নেয় এই আবেদন রাখছি।বিশিষ্ট সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্য বলেন সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত নক্মারজনক প্রশাসনের কাছে তিনি দাবি রাখেন আক্রমণকারী দুষ্কৃতিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

You May Also Like