শুরু হল কোচবিহার মহিলা জেলা ফুটবল লিগ

0 min read

জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত তৃতীয় বৎসর মহিলা জেলা ফুটবল লিগ কাম নকআউট প্রতিযোগিতা শুরু হলো বলরামপুরে।জেলার গৌরব ভারতীয় মহিলা ফুটবল দলের ( অনুর্ধ ১৯) সদস্য তানিয়া কামতি এইদিন জেলা ফুটবল লীগের শুভ সুচনা করেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি তথা উঃ বঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত জানান ২৯শে অক্টোবর বলরামপুর ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ফুটবল লিগ শুরু হয়। প্রথমে ৮ দলীয় লীগ লীগ পর্যায়ে খেলা তারপর টুর্নামেন্ট পর্যায়ে।২রা মে এই ফুটবল খেলার ফাইনাল ম্যাচ।তিনি আরো বলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলার মেয়েদের ফুটবল খেলার প্রতি উৎসাহ বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা ক্রীড়া সংস্থা। আগামী পাঁচ বছরের লক্ষ্য নিয়ে তারা কোচবিহার জেলার মেয়েদের একটি শক্তিশালী ফুটবল দল তৈরি করবেন,যেই দল রাজ্য স্তরে আগামীদিনে
অন্যান্য জেলার থেকে উন্নত মানের দল হিসাবে পরিচিতি পাবে। তবে তিনি আক্ষেপের সুরে এও জানান সমস্ত রকম পরিকাঠামো জেলাকে সংস্থার পক্ষ থেকে তৈরি থাকলেও জেলার মেয়েদের ফুটবল খেলার প্রতি তেমন আগ্রহ দেখা যাচ্ছে না, আগামী দিনে মেয়েরা যেন ফুটবল খেলার প্রতি উৎসাহ দেখায় ও মাঠমুখী হয় তার সমস্ত প্রচেষ্টা তারা করছেন বলে তিনি জানান।

You May Also Like