করোনা সংক্রমণে বড়সড় স্বস্তি এল দেশে ও রাজ্যে

1 min read

করোনা টেউয়ের দাপটের সঙ্গে মোকাবিলায় বাংলা। প্রায় দু’মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ ৫ হাজারের নিচে। সঙ্গে কমছে মৃত্যুও। যা নিঃসন্দেহে আশার আলো। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন বাংলার ৪,৮৮৩ জন। রাজ্যের করোনা পরিস্থিতির ক্রমাগত উন্নতিতে স্বস্তি। রাজ্যে কড়া বিধিনিষেধ জারির কারণে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ। তবে সাবধান করছেন চিকিৎসকেরা। সামান্য বেলাগাম হলেই বদলে যাবে চিত্র। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৫২,৯৮৭। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮৯ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ৭৩১। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪, ৩২১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ২১, ০৭৬৪। এদিন রাজ্যে ৬২ হাজারে র কিছু বেশি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিক সংক্রমণের হার কমে হয়েছে ৭.৮০ শতাংশ। 

অন্যদিকে, করোনা আবহে দেশে বড়সড় স্বস্তি মিলল। একলাফে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমল। পাশাপাশি দৈনিক সংক্রমণও কমল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। একদিনে সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৭০২। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৮০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৭৩ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৯। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১ লাখ ২১ হাজার ৬৭১। দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৪ কোটি ৬০ লাখ ৮৫ হাজার ৬৪৯ জন।

You May Also Like