শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা, ১৭ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে আরো দুজনকে

1 min read

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এসএসসির দুই প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা গ্রেফতার হয়েছেন। সিবিআই তাঁদের দুজনকে গ্রেফতার করেছে।

সকাল থেকেই দুজনকে জিজ্ঞাসাবাদ করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। অবশেষে বিকেলেই তাঁদের গ্রেফতার করা হয়। মূলত তথ্য গোপনের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

এবার জানা গেল, এস পি সিনহা এবং অশোক সাহাকে ১৭ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, তাঁদের দুজনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও যে তথ্য তাঁরা চাইছিল তা মিলছিল না।

একাধিক তথ্য তাঁরা গোপন করছেন এমনই ধারণা সিবিআইয়ের। সেই প্রেক্ষিতেই টানা জিজ্ঞাসাবাদের পর শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করে সিবিআই।

কলকাতা হাইকোর্ট নিযুক্ত রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টেও প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ এবং এসএসসির প্রাক্তন সচিব অশোকের নাম ছিল৷ অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্কুলে নিয়োগ করা হয়েছিল।

দুর্নীতি মামলায় সিবিআই-এর এফআইআরে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদ সিনহার। চার নম্বরে ছিল অশোকের নাম৷ সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে তাঁদের বয়ানে অসঙ্গতি মেলার পরই দু’জনকে গ্রেফতার করা হয়।

You May Also Like