গ্লেনারিজে আজ থেকে আর মিলবে না দার্জিলিং চা

1 min read

গ্লেনারিজে বসে হাতে দার্জিলিং চা! টি পট! দেশ-বিদেশের পর্যটকদের কাছে একটা প্রেম! ম্যালে জমিয়ে আড্ডার ফাঁকে পর্যটকেরা ভিড় জমান গ্লেনারিজে! চায়ের কাপে তুফান ওঠে। একপাশে তাকালেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, আরেক হাতে সুগন্ধী দার্জিলিং চায়ের ফার্স্ট কিংবা পছন্দসই সেকেন্ড ফ্লাশ। পর্যটকদের কাছে যা অতি পরিচিত। ১১০ বছরের সেই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে আজ থেকে বন্ধ দার্জিলিং চা।

যেখানে ২৫০ থেকে ৩০০ টাকা প্রতি টি পট হিসেবে বিক্রি হতো এই চা, আজ থেকে তা অমিল।
যার প্রেমে পর্যটকেরা ভিড় জমাতেন প্রতি মুহূর্তে, সেখানেই বন্ধ দার্জিলিং টি। কেন এই সিদ্ধান্ত?

পাহাড়ের চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত গ্লেনারিজ কর্তৃপক্ষের। চা শ্রমিকদের এক কিস্তিতে ২০ শতাংশ বোনাস দিতে হবে। এই দাবিই তুলেছেন গ্লেনারিজের কর্ণধার তথা হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। গত পরশু শিলিগুড়িতে শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হয় দুই কিস্তিতে ২০ শতাংশ বোনাস পাবেন পাহাড়ের চা শ্রমিকেরা। পুজোর আগে প্রথম কিস্তি এবং দীপাবলির পর বাকি ৫ শতাংশ। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে শতাব্দী প্রাচীন গ্লেনারিজে বন্ধ দার্জিলিং টি। মূলত চা শ্রমিকদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত।
প্রসঙ্গত বিমল গুরুং, এডওয়ার্ড-সহ পাহাড়ের ৭টি দল এই বোনাস চুক্তির প্রতিবাদে সামিল। আর গ্লেনারিজের এই সিদ্ধান্তে মন খারাপ পর্যটকদের।

You May Also Like