বাড়ছে ডেঙ্গি, স্বাস্থ্য সচেতনতায় নেমেছে জলপাইগুড়ি

0 min read

জলপাইগুড়ি জেলার ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে প্রতিদিনই। শুক্রবার জেলায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এদিন জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৬১৫।

জলপাইগুড়িতে ডেঙ্গি মোকাবিলায় ভেক্টোর কন্ট্রোল টিমের কাজ চলছে জোরকদমে। হাসপাতালগুলিতেও লার্ভিসাইটস তেল স্প্রে করা হচ্ছে।শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তেল স্প্রে করা হয়েছে। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীরাও।

এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর ঠুটা পাকুড়ি হাইস্কুলের ছাত্র ছাত্রীরা স্কুল লাগোয়া এলাকায় ডেঙ্গি সতর্কতার প্রচারপত্র বিলি করেছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।

You May Also Like