মুক্তি পেল বেলতলা ইউনিট এর হীরক জয়ন্তী বর্ষের থিম সং

1 min read

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:মুক্তি পেল কোচবিহার বেলতলা ইউনিটের হীরক জয়ন্তী বর্ষের থিম সং ‘রং তুলিতে মাটির ঘরে মা’ গানটি গেয়েছেন সঙ্গীত-শিল্পী বিক্রম শীল ও সুবর্ণা রায়। গানটির কথা ও সুর বিক্রম শীলের। এর আগেও বিক্রমের করা বেশ কিছু থিম সং জনমানসে বেশ আলোড়ন ফেলেছিল। বেলতলা ইউনিট ক্লাবের সম্পাদক হীরক কুমার দাস জানান তাদের উত্তর হীরক জয়ন্তী দুর্গা পূজা উপলক্ষ্যে পূজার মণ্ডপ সজ্জা ও প্রতিমার কাজ পূর্ণ উদ্যমে চলছে।এবারে তৃতীয়াতেই তাদের পুজোর উদ্বোধন হবে। এই দুর্গা পূজার অঙ্গ হিসেবেই পুজোর আনুষাঙ্গিক সমস্ত বিষয় নিয়ে লেখা এই থিম সং মুক্তি পেল। গানটির সুরকার ও গীতিকার বিক্রম শীল জানান দুর্গা পূজা মানেই বাঙালীর অনেক আনন্দ ও হই-হুল্লোড় সে কথা মাথায় রেখেই নাচের গানের আঙ্গিকে গানটি তিনি তৈরি করেছেন, তার পাশাপাশি এই গানের মধ্যে বেলতলা ইউনিটের দুর্গা পূজার সমস্ত দিকই তুলে ধরা হয়েছে। গানটি সকলের মন ছুঁয়ে যাবে বলেই তিনি আশাবাদী। ইতিমধ্যে গানটি জনমানসে বেশ সাড়া ফেলেছে, বেলতলা ইউনিট এলাকার বাসিন্দারাও খুশি দুর্গা পূজা উপলক্ষ্যে সম্পূর্ণ নতুন একটি গান পেয়ে

You May Also Like