নতুন ভাবে তৈরী হচ্ছে দিঘা

1 min read

ভ্রমনপ্রিয় মানুষদের কাছে দুদিনের ছুটিতে কাছ কাছীর মধ্যে ঘুরতে যাওয়া মানেই সবার আগেই মনে আসে দীঘার নাম। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের দীঘা জনপ্রিয়তা লাভ করেছে পর্যটন কেন্দ্র হিসেবেই। তবে দীঘা যে শুধু পর্যটন কেন্দ্রের জন্যই বিখ্যাত এমনটা নয়, দীঘা হল উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় মৎস্য নিলাম কেন্দ্র।

আজ থেকে বছর তিনেক আগেই দীঘার মোহনায় মৎস্য নিলাম কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছিল। জানা যাচ্ছে ‘বেনফিস’ সংস্থাটি এই প্রোজেক্টের কারিগরি তত্বাবধান করছে। আর্থিক সহায়তা করবে মৎস্য দফতর।

এদিকে কাঁথির শৌলা মৎস্য অবতরণ কেন্দ্রের নতুন জেটি তৈরি হয়েছে তৈরি হয়েছে মৎস্য দফতর ও বেনফিসের উদ্যোগে। তারসাথে তৈরি হয়েছে একটি বরফ কল। এদিকে নজর দেওয়া হয়েছে জুনপুটের শুঁটকি প্রসেসিং কেন্দ্রকেও। পাশাপাশি খবর মিলেছে, মাছ নিলামের পুরো প্রক্রিয়া ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার না করে সবটাই হবে E পদ্ধতিতে।

You May Also Like