দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন, সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা

1 min read

মিটেছে পঞ্চায়েত ভোট তবে মিটলো না জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিট্যাল এক্সরে করার সমস্যা! কর্তৃপক্ষ নাম মোবাইল নম্বর লিখে রেখে দিচ্ছেন। মেশিন ঠিক হলেই রোগীদের ফোন করে ডেকে নেওয়া হবে। এখন ফোনের অপেক্ষায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা। কবে এই অসহায় মানুষ গুলো হাসপাতালের তরফে ফোন পান সেটাই এখন দেখার বিষয়।

এই দুরাবস্থা প্রসঙ্গে এক্সরে বিভাগের কর্মী জানান, অনেক দিন থেকেই খারাপ মেশিন ওপর মহলকেও জানানো হয়েছে। এদিকে বৃষ্টি মাথায় নিয়ে কায়েত পাড়া থেকে এক্সরে করাতে আসা গৌরী রায় সহ অনেকে এসেই জানতে পারেন মেশিন খারাপ, ফোন নম্বর দিয়ে এখন অপেক্ষা কবে মেশিন ঠিক হবে।

ঘটনায় অ্যাডিশনাল মেডিকেল সুপার এনটেনডেন্ট ডাক্তার সুরজিৎ সেন জানান, ডিজিটাল এক্স-রে মেশিনের সমস্যা চলছে। ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছে খুব শীঘ্রই সারানোর কাজ শুরু হওয়ার পাশাপাশি পরিষেবা স্বাভাবিক হবে।

You May Also Like