দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে স্কুল বাসের সঙ্গে SUV-এর সংঘর্ষ

1 min read

মঙ্গলবার ভোরে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েতে গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিক এলাকায় একটি ব্যক্তিগত বাসের সাথে SUV-এর সংঘর্ষে একই পরিবারের তিনজন নাবালক সহ ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে  নিহতরা মিরাটের ধনপুর গ্রামের বাসিন্দা। মাহিন্দ্রা TUV গাড়িতে থাকা দুজন আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় নয়ডার ছিজারসির এসজেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলিগড় জেলার বিজৌলির বাসিন্দা বাসের চালক প্রেমপালকে গ্রেফতার করা হয়েছে।

নরেন্দ্র যাদব (45), তাঁর স্ত্রী অনিতা (42), তাদের দুই সন্তান দীপাংশু (17) এবং হিমাংশু (14), নরেন্দ্রের শ্যালিকা ববিতা (37) এবং তার মেয়ে বংশিকা (8)। ববিতার স্বামী ধর্মেন্দ্র (৪০) ও ছেলে কার্তিক (৬) নিহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। ড্রাইভারের বিরুদ্ধে আইপিসি ধারা 304 (অপরাধমূলক হত্যাকাণ্ডের জন্য শাস্তি), 308 (অপরাধমূলক হত্যাকাণ্ডের চেষ্টা) এবং 427 (দুষ্টুমি) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

গাজিয়াবাদের ট্রাফিক পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রামানন্দ কুশওয়াহা(Ramanand Kushwaha) জানিয়েছেন “আগে এই বাসটি নয়ডার একটি স্কুলের সাথে যুক্ত ছিল এবং বর্তমানে এটি একটি বেসরকারি সংস্থার সাথে যুক্ত। গাজীপুরে সিএনজি ভর্তি করে শিফট শ্রমিকদের তুলতে হয়েছিল বাসের চালককে। কিন্তু তিনি এক্সপ্রেসওয়ের মিরাট থেকে দিল্লি সাইড রোডে  বিজয়নগরের দিকে উল্টো দিকে গাড়ি চালানো শুরু করে।” তিনি আরও বলেছেন  “সকাল 6.30 নাগাদ, বহরমপুর রাহুল বিহার আন্ডারপাসের উপর দিয়ে মিরাট থেকে ডান দিকে আসা একটি চার চাকার গাড়িটি বাসটিকে তীব্র ধাক্কা দেয়। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে গাড়িতে থাকা ছয়জন ঘটনাস্থলেই মারা যান।”

You May Also Like