তুফানগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডের দোলমেলা মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা

0 min read

পৌরসভারউদ্যোগে তুফানগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডের দোলমেলা মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা। বুধবার দুপুরে ওই পরিবেশ বান্ধব বাজি মেলার উদ্বোধন করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ইশোর। তিনি বলেন, মোট ছয়টি পরিবেশ বান্ধব বাজির স্টল রয়েছে এই মেলাতে। যে কেউ চাইলে পরিবেশ বান্ধব বাজির স্টল দিতে পারবেন।আমরা পৌরসভার থেকে সহযোগিতা করবো। আগামী ১৩ নভেম্বর অবধি বাজির মেলা চলবে। বাজি মেলাতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব সময় পুলিশ ও দমকল কর্মীরা মেলাতে থাকবেন।তুফানগঞ্জের মহকুমা শাসক বাপ্পা গোস্বামী বলেন, পরিবেশ দূষণ ঠেকাতে এই ধরণের উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তুফানগঞ্জ মহকুমা বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক ইজাজ আনসারী বলেন, সকাল দশ টা থেকে রাত দশটা অবধি পরিবেশ বান্ধব বাজির দোকান গুলো খোলা থাকবে। এইদিনের পরিবেশ বান্ধব বাজি মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পাৰ্থ দাস, তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অম্লান বর্মা সহ অন্যান্যরা।

You May Also Like