নিয়োগ নিয়ে বড় মন্তব্য শিক্ষামন্ত্রীর

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আটকে রয়েছে বহু নিয়োগ। চাকরি প্রার্থীদের নিয়ে দফায় দফায় বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আগে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী কথায় কথায় একাধিকবার বলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের কারণেই নিয়োগ করা যাচ্ছে না। এবার ফের তার গলায় একই সুর। শিক্ষামন্ত্রীর কথায়, আদালতের নির্দেশের কারণেই নিয়োগ আটকে রয়েছে। তবে আদালত নির্দেশ দিলে সাতদিনের মধ্যে এসএলএসটিতে নিয়োগ হবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

ব্রাত্যর কথায়,’আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় আছি। একবার আদালত নির্দেশ দিলেই যত শীঘ্র সম্ভব নিয়োগ করা হবে। আমরা ইতিমধ্যেই এসএসসির সঙ্গে দীর্ঘ মিটিং করেছি। আদালত নির্দেশ দিলে আমরা আমরা সাতদিনের মধ্যে নিয়োগ করতে পারব।”

You May Also Like