এক অধ্যায়ের সমাপ্তি, না ফেরার দেশে ‘হ্যাগরিড’

1 min read

শোকের ছায়া। ব্যর্থ হলো সমস্ত চেষ্টা, দীর্ঘ প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে ‘হ্যাগরিড’। তাঁর নাম রবি কোলট্র্যান। কিন্তু আপামর দুনিয়া তাঁকে চেনে ‘হ্যাগরিড’ হিসেবেই। বিখ্যাত হ্যারি পটার সিরিজে এই চরিত্রেই অভিনয় করে জগত বিখ্যাত তিনি। সেই অভিনেতা চলে গেলেন না ফেরার দেশে।

দীর্ঘ সময় ধরেই নানান শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। অবশেষে শুক্রবার মাঝরাতে প্রয়াত হন তিনি। স্কটল্যাণ্ডের ফালকির্কের কাছে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭২ বছর।

১৯৫০ সালে দক্ষিণ ল্যাঙ্কাশায়ারে জন্মগ্রহণ করেছিলেন রবি। বাবা ছিলেন একজন শিক্ষক এবং মা পিয়ানোবাদক। ১৯৭৯ সালে টেলিভিশন থেকেই রবির অভিনয় যাত্রার শুরু হয়। কিছু বছর পর কমেডি সিরিজ ‘আলফ্রেসকো’ এবং ‘টুটি ফ্রুটি’ নামক সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করে নিজের খ্যাতি বাড়ান তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনটি ‘বাফটা’ পুরষ্কার চলে আসে তাঁর ঝুলিতে।

যদিও এসবের পরেই বিশ্ব তাঁকে চেনে শুধু ‘হোগওয়ার্ডসের হ্যাগরিড’ হিসেবেই। জে কে রাউলিং-এর হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে ‘হ্যাগরিড’ চরিত্র তাঁকে অমর করে দিয়েছে। রবির প্রয়াণে একটা যুগের অবসান ঘটল বলাই যায়। যারা ছোটবেলা থেকে ‘হ্যারি পটার’ দেখে আসছেন তাদেরও ছোটবেলার একটা অধ্যায় শেষ হল।

You May Also Like