রাজ্য সরকারের সিদ্ধান্তে স্বস্তি পেল চাষীরা

0 min read

বড় এক মানিক সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। বন্যার ফলে চাষের অযোগ্য হয়ে পড়ায় গত কুড়ি বছর ধরে জমিতে বন্ধ ছিল চাষাবাদ। কিন্তু বিদ্যুৎ সংযোগ না কাটার ফলে প্রতি মাসেই ন্যূনতম বিল আসতে থাকত। সব মিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা হয়েছিল বিদ্যুতের বিল, সরকার তার মধ্যে মুকুব করল ২৪ লক্ষ টাকা।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ১ ব্লকের পালিটা পঞ্চায়েতের ৯০ জন চাষী বাকি ছয় লক্ষ টাকা শোধ করে মুক্তি পেয়েছেন। স্থানীয় সূত্রে খবর, কেতুগ্রাম ১ নম্বর ব্লকের পালিটা গ্রাম পঞ্চায়েতের ভাণ্ডারগড়িয়া, কুলাই, গণকুল, বাকলসা প্রভৃতি গ্রামের মাঠে ২৫০টি জমিতে চাষ করা হত সাব মার্সিবলের সাহায্যে।

সমস্যার সমাধান হল দুয়ারে সরকার ক্যাম্পে। ৯০ জন চাষীর বকেয়া ২৯ লাখ ৮৪ হাজার ৯৬৮ টাকা বিলের মধ্যে ২৪ লক্ষ টাকার বিল মুকুব করে দিয়েছে সরকার। ৫ লক্ষ ৮৭ হাজার ২২২ টাকা বিল মেটাতে হয়েছে চাষীদের।

You May Also Like