আদালতের নির্দেশে বেশ খানিকটা চাপে পড়লো রাজ্য সরকার

0 min read

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রের উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও গ্রামবাংলার ভোটকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় যেভাবে অশান্তির ঘটনা ঘটেছিল সেই চিত্রটা এখনও ভুলতে পারেনি সাধারণ মানুষ।

বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। এবার সেই মৃতদের নাম ও তালিকা সহ রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছে।

পাশাপাশি ভোট হিংসায় নিহত কোন কোন পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আহতরা সকলে ক্ষতিপূরণ পেয়েছে কি না? ভোট কাজে মোট কত জন হোমগার্ড ভোটের কাজে নিযুক্ত ছিল, এইসব বিষয়ও হলফনামা আকারে আদালতে দিতে হবে। আগামী ২১ সেপ্টেম্বর এর মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর এই মামলায় সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট।

You May Also Like