অবশেষে দেখা মিলল শরতের  আকাশের

1 min read

বিগত দু-দিনে ঝড় বৃষ্টির  অনেকটাই কমে গিয়েছে দক্ষিণের জেলাগুলিতে। পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে সর্বত্র। দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলা জুড়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে আবহাওয়া।বৃষ্টির পরিমাণ কমেছে আশেপাশের জেলায়।

 বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি কোথাও কোথাও দেখা গেলেও তীব্র বৃষ্টির হাত থেকে অনেকটাই মুক্তি পাওয়া গেছে। বৃষ্টির পরিমাণ কমার সঙ্গে, সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে দেখা গিয়েছে। এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।আগের তুলনায় স্বাভাবিক হয়েছে আবহাওয়া। তীব্র ঝড় বৃষ্টির হাত থেকে রেহাই পেয়েছে দক্ষিণের মানুষেরা।

 তবে হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের একটি ঘূনাবর্ত তৈরি হতে চলেছে যার ফলে পুনরায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।যদিও ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে সে সম্পর্কে এখনই কিছু বুঝে উঠতে পারছে না হাওয়া অফিস। আপাতত ৩-৪ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া ভাল থাকবে , বাড়বে তাপমাত্রার পারদ।দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া , পূর্ব মেদিনীপুর , বীরভূম , মুর্শিদাবাদ , অপরদিকে উত্তরের দার্জিলিং , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You May Also Like