শনিবারের ভারত-পাকিস্তান ম্যাচে এখনও অনিশ্চিত শুভমন

1 min read

ভারতীয় দলের ওপেনার শুভমনক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি। তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়নি। সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শুভমনকে। দল দিল্লি উড়ে গেলেও তিনি যেতে পারেননি। তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ডেঙ্গি আক্রান্ত শুভমনের প্লেটলেট কমে গিয়েছিল বলেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, যে মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শুভমনকে। চেন্নাইয়ের হোটেলে ফিরেছেন  তিনি। সেখানে বোর্ডের চিকিৎসকেরা রয়েছেন তাঁর সঙ্গে।বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচ।শুভমন সেই ম্যাচে খেলতে পারবেন না। শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও তাঁর খেলা অনিশ্চিত।

আমদাবাদ শুভমনের অন্যতম পছন্দের মাঠ। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে এই মাঠেই খেলেন তিনি। রানও পেয়েছেন এই মাঠে। বিশ্বকাপে সেই মাঠে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ ছিল শুভমনের কাছে। কিন্তু অসুস্থ থাকায় সেই ম্যাচ খেলা তাঁর পক্ষে অসম্ভব বলেই ধরে নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমন না খেলায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন ঈশান কিশন। কিন্তু তিনি কোনও রান করতে পারেননি। আফগানিস্তান ম্যাচে আরও একটি সুযোগ পাবেন ঈশান। তবে ভারতীয় দল চাইবে শুভমন দ্রুত সুস্থ হয়ে দলে ফিরুন।

You May Also Like