অবশেষে মৃত বলে ঘোষিত হল এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ

0 min read

ফিরে এলো পুরোনো ভয়াবহ স্মৃতি। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় ন’জনের মৃত্যু ঘটেছে, আহত একাধিক। এই পরিস্থিতিতে এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হল মূল অভিযুক্ত ভানু বাগের।

জানা যাচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণ কাণ্ডের পর ক্ষতবিক্ষত ছিলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ৷ রক্তাক্ত অবস্থাতেই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি ছাড়েন তিনি৷ শুরু হয় তল্লাশি। সিআইডি আধিকারিকদের হাতে ধরাও পড়ে যান ভানু৷

গ্রেফতার করা হলেও ভানুকে এখনই এ রাজ্যে আনা সম্ভব ছিল না৷ ওড়িশায় পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ভানু। ওড়িশার কটকের রুদ্র নার্সিংহোমেই ভর্তি ছিলেন তিনি৷ তাঁকে বেডের উপরে কলাপাতা বিছিয়ে শুইয়ে রাখা হয়। জানা যাচ্ছে, সিআইডির পরিকল্পনা ছিল একটু সুস্থ হলেই ভানুকে ট্রানজিট রিম্যান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে। কিন্তু তার আগেই মৃত্যু হল এগরা বিস্ফোরণ কান্ডের মুল অভিযুক্ত ভানু বাগের।

You May Also Like