চাকরি পেল প্রথম ভারতীয় নারী ChatGPT-র সংস্থায়

1 min read

আধুনিক  দুনিয়ায় মুশকিল আসানের এক নতুন পদ্ধতি হল  চ্যাটজিপিটি (ChatGPT)। তার কাছে সমস্ত প্রশ্নেরই উত্তর রয়েছে। খবর থেকে গল্প, কবিতাও লিখে দিতে পারে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) টুল। লক্ষ লক্ষ মানুষের চাকরিও হয়েছে এই চ্যাটজিপিটির দৌলতে। যারা এই চ্যাটজিপিটি তৈরি করেছিল, এবার তাদের সংস্থাতেই চাকরি পেল এক ভারতীয়। প্রজ্ঞা মিশ্রা নামক এক যুবতী ওপেনএআই (OpenAI )-র প্রথম ভারতীয় কর্মী।স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই বিশ্বজুড়ে নাম-ডাক, জনপ্রিয়তা অর্জন করেছে চ্যাটজিপিটির দৌলতেই। সেই ওপেনএআই সংস্থাতেই চাকরি পেয়েছে ভারতের প্রজ্ঞা।

প্রজ্ঞাকে ভারতে পাবলিক পলিসি অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টনারশিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে।জানা গিয়েছে, এর আগে প্রজ্ঞা ট্রুকলারের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ডিরেক্টর হিসাবে কাজ করতেন। সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বিনিয়োগকারী, স্টেকহোল্ডার ও মিডিয়া পার্টনারদের সঙ্গে কাজ করেছেন তিনি। তার আগে তিন বছর মেটা, যা ফেসবুক-হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা, সেখানেও কাজ করেছেন প্রজ্ঞা।

প্রজ্ঞা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কমার্স নিয়ে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট থেকে ২০১২ সালে এমবিএ করেছিলেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে তিনি বার্গেনিং অ্যান্ড নেগোশিয়েশনে ডিপ্লোমাও করেছিলেন। দিল্লিতে রয়্যাল ড্যানিশ দূতাবাসেও কিছুদিন কাজ করেছেন প্রজ্ঞা। আবার ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সারও বটে প্রজ্ঞা। প্রজ্ঞার নিজস্ব পডকাস্টও রয়েছে।

You May Also Like