G20 প্রেসিডেন্সির অধীনে প্রথম TIWG সভা মুম্বাইতে

1 min read

ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে প্রথম  TIWG সভা অনুষ্ঠিত হবে মুম্বাইতে। সভা শুরু হবে ২৮ মার্চ। চলবে ৩০ মার্চ পর্যন্ত। তিন দিনের এই বৈঠকে G20 সদস্য দেশগুলির ১০০ টিরও বেশি প্রতিনিধি, আমন্ত্রিত দেশ, আঞ্চলিক গ্রুপিং এবং আন্তর্জাতিক সংস্থাগুলি বৈশ্বিক বাণিজ্য এবং বিনিয়োগকে ত্বরান্বিত করার জন্য আলোচনায় অংশ নেবে।

প্রথম দিন মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডের বলরুমে ‘ট্রেড ফাইন্যান্স’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান এবং রপ্তানি ঋণ সংস্থাগুলির ভূমিকা ট্রেড ফাইন্যান্স গ্যাপ বন্ধ করা সহ ডিজিটালাইজেশনের  ব্যাপারে এই সেমিনারে দুটি প্যানেল আলোচনা করা হবে। ২৯ মার্চ  ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী TIWG সভার উদ্বোধন করবেন।

তৃতীয় অর্থাৎ শেষ দিনে গ্লোবাল ট্রেডে MSME-কে একীভূত করার বিষয়ে TIWG অগ্রাধিকার, এবং বাণিজ্যের জন্য দক্ষ লজিস্টিক তৈরির বিষয়ে আলোচনা করা হবে।মুম্বাইতে অনুষ্ঠিত TIWG সভার লক্ষ্য হল অতীতের G20 প্রেসিডেন্সিগুলির দ্বারা করা কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া।

You May Also Like