এই দেওয়ালিতে যোগী রাজ্যে ফ্রিতে এলপিজি উপহার

0 min read

দেওয়ালির আগে খুশির আনন্দে ভরে উঠল উত্তরপ্রদেশের একাধিক ঘর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে পিএম উজ্জ্বলা স্কিমের আওতায় বিনামূল্যে প্রায় ১.৭৫ কোটি উপভোক্তার কাছে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যোগী জানিয়েছেন, একটা সময় বহু গরিব মানুষ ভাবতেই পারতেন না যে তাঁদের বাড়িতেও গ্যাস জ্বলবে।

তবে এখন পরিস্থিতির বদল হয়েছে সেই সব কিছুই এখন বিরল।তিনি আরও জানিয়েছেন যে, আগামী বছর দোলের আগেও বিনা পয়সায় সকলকে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে মূলত গরিব মানুষ সহ সকলেই বিনামূল্যে রান্নার গ্যাসের দেওয়ার সূচনা করা হয়েছিলো।এরপর প্রায় ৫০ কোটি মানুষ এই স্কিমের সুযোগ পান।

তবে এবার খবর যোগী রাজ্যেও গরিব মানুষের হাতে ফ্রিতে গ্যাস সিলিন্ডার তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত দিনে দীর্ঘ লাইন পড়ত গ্যাসের কানেকশনের জন্য। যার কারণে ভিড় সামাল দিতে লাঠিও চালাতে হত পুলিশকে। আর এখন সেই কিছুই যেন অতীত।

You May Also Like