দেশের নানাস্থানে জি২০ সংক্রান্ত অনুষ্ঠান

1 min read

কলকাতায় জি২০’র প্রথম ফাইনান্স ট্র্যাক মিটিং হল, আর সেইসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে জি২০ বিষয়ক নানা অনুষ্ঠান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর ১৭তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপনে অংশ নিয়েছেন ইন্দোরে। কেরালায় থিরুবনন্থপুরম বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ জি২০ থিমভিত্তিক ‘ইউনিভার্সিটি কানেক্ট’ অনুষ্ঠান হয়েছে।

কলকাতায় ৯ থেকে ১১ জানুয়ারি ভারতের জি২০’র ‘ফাইনান্স ট্র্যাক’-এর আওতায় ‘গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুশন’ বিষয়ক প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের বৈঠকের অংশ হিসেবে ছিল ‘আনলকিং দ্য পোটেনশিয়াল অব ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডভান্সিং ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড প্রোডাক্টিভিটি’ শীর্ষক একটি সিম্পোজিয়াম। এতে মুখ্য বক্তা ছিলেন নেদারল্যান্ডের কুইন ম্যাক্সিমা। বৈঠকের পর সন্ধ্যায় জি২০ প্রতিনিধিদের জন্য ছিল নদীপথে ভ্রমণের মাধ্যমে বাংলার ঐতিহ্যময় স্থানগুলি দর্শনের ব্যবস্থা। দ্বিতীয় দিন ১৭তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন অনুষ্ঠিত হয় ইন্দোরে, যেখানে মুখ্য বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ‘আজাদী কা অমৃত মহোৎসব’ থিমভিত্তিক প্রথম প্রবাসী ভারতীয় দিবস প্রদর্শনী উদ্বোধন করেন। ভারতের জি২০ প্রেসিডেন্সি প্রসঙ্গে তিনি বলেন, ‘জি২০ শুধুমাত্র একটি কূটনৈতিক অনুষ্ঠান নয়, এটি হওয়া উচিত এমন এক ঐতিহাসিক অনুষ্ঠান যাতে সাধারন মানুষ অংশগ্রহণ করেন এবং ‘অতিথিদেবোভব’ কথাটির তাৎপর্য অনুধাবন করতে পারেন’। এই অনুষ্ঠানে অন্য বক্তাদের মধ্যে ছিলেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এছাড়াও বক্তব্য রাখেন সুরিনামের প্রেসিডেন্ট চন্দ্রিকাপরসাদ সন্তোখি, গুয়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ইরফান আলি। টাউন হলের অধিবেশনে বক্তাদের মধ্যে ছিলেন ভারতের জি২০ শেরপা অমিতাভ কান্ত ও জি২০ চিফ কোঅর্ডিনেটর হর্ষবর্ধন শ্রিংলা।

কেরালায় ভারতের জি২০ প্রেসিডেন্সি উপলক্ষে ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ থিমভিত্তিক ‘ইউনিভার্সিটি কানেক্ট’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে থিরুবনন্থপুরমে কেরালা বিশ্ববিদ্যালয়ে। গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যালের থিম ছিল জি২০। এতে জি২০ দেশগুলি যোগ দেয়। গুজরাটের আকাশে উড়তে দেখা যায় জি২০ লোগো-সম্বলিত অসংখ্য ঘুড়ি। ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ থিমভিত্তিক জি২০ লোগোবিশিষ্ট বিশেষ ফটো বুথে সেলফি নিতে উৎসাহী মানুষের ভীড় জমে যায়।

You May Also Like