বাড়ল গ্যাসের দাম

0 min read

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ল রান্নার গ্যাসে। দেশের বিভিন্ন শহরের পাশাপাশি তালিকা থেকে বাদ গেল না কলকাতাও।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৪ টাকা। এলপিজি সিলিন্ডারের দাম হল ১,৯১১ টাকা। যা ফেব্রুয়ারিতে ছিল ১,৮৮৭ টাকা।

দিল্লিতে ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২৫.৫ টাকা বেড়ে নতুন দাম হচ্ছে ১,৭৯৫ টাকা। মুম্বইয়েও দাম ২৫.৫ টাকা বেড়ে আজ থেকে ১,৭৪৯ টাকায় নিতে হবে। চেন্নাইয়ের ক্ষেত্রে ২৩.৫ টাকা বেড়ে নতুন দাম পড়ছে ১৯৬০.৫ টাকা। যদিও গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

You May Also Like