গ্রেফতার করা যাবে না গৌতমকে

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে এখনই গ্রেফতার করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের।

পাশাপাশি পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও আপাতত গ্রেফতার করা যাবেনা। সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি। তবে হাইকোর্টের নির্দেশ মত তাদের দুজনকেই তদন্তে সহযোগিতা করতে হবে। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীরর বেঞ্চ নির্দেশ দেয়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ওএমআর শিট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

You May Also Like