ক্রিস্পি পটেটো স্টারজ লঞ্চ করল গোদরেজ ইয়ামিজ

1 min read

গোদরেজ টাইসন ফুডস লিমিটেডের / জিটিএফএল-এর পক্ষ থেকে  গোদরেজ ইয়ামিজ নিরামিষ রান্নার পোর্টফোলিও সম্প্রসারনের জন্য বাজারে নিয়ে এল ক্রিস্পি পটেটো স্টারজ। এই ক্রিস্পি পটেটো  হল একটি প্রিজারভেটিভ ফ্রি ফ্রোজেন স্ন্যাক্সস। উল্লেখ্য, গোদরেজের এই নতুন পটেটো স্টারজের লক্ষ্য হল ২০২৩ আর্থিক বছরে ৩০% এর উপরে লাভ করা। 

পনির পপস এবং মিক্স ভেজির পর ক্রিস্পি পটেটো হল চলতি বছরে ভেজ কুকিং –এর তৃতীয় প্রোডাক্ট যা চলতি বছরে লঞ্চ করল গোদরেজ ইয়ামিজ। জিটিএফএল-এর এই নতুন ক্রিস্পি পটেটো স্টারজ হল একটি তারকা-আকৃতির ক্রাঞ্চি স্ন্যাকস। যা উন্নতমানের ইন্ডিভিজুয়াল কুইক ফ্রিজ (আইকিউএফ) প্রযুক্তি ব্যবহার করে  উচ্চ মানের আলু দিয়ে তৈরি হয় এবং অতিরিক্ত প্রিজারভেটিভ ছাড়াই আলুর স্বাদ বজায় রেখে দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখে। 

যেহেতু ৬৫% ভারতীয় প্রিজারভেটিভ ফ্রি স্ন্যাকস পছন্দ করে সেই  কথা  মাথায় রেখেই গোদরেজ ইয়ামিজ প্রিজারভেটিভফ্রি ফ্রোজেন স্ন্যাক্সস ইকো সিস্টেম তৈরি করেছে। যেখানে খাবার সংরক্ষণের প্রয়োজন নেই। গোদরেজ টাইসন ফুডস লিমিটেডের সিইও অভয় পার্নেরকার বলেন, আমাদের লক্ষ্য হল এক বছরে ৭,০০০-এরও বেশি  ক্রিস্পি পটেটো স্টারজের উপস্থিতি৷

You May Also Like