পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে রাশিয়ায়, দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ ভারতীয়দের

1 min read

চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ প্রায় আট মাস হতে চলল, ইউক্রেনের মাটিতে সামরিক অভিযানে নেমেছে রাশিয়া৷ লাগাতার আগুন জ্বলছে ইউক্রেনে৷ তবে তারা মাটি ছাড়েনি৷ বেশ কিছু অঞ্চল থেকে পিছু হঠতেও বাধ্য হয়েছে রাশিয়া৷ এরই মধ্যে ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়াল রাশিয়া। রাজধানী কিয়েভে আছড়ে পড়ছে একর পর এক ‘কামিকাজে ড্রোন’।

এই পরিস্থিতির মধ্যে নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে কিয়েভের ভারতীয় দূতাবাস। ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেনে ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাতে বলা হয়, “ইউক্রেনে ক্রমশ পরিস্থিতির অবনতি হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় নাগরিকদের ইউক্রেন সফরে না আসার আর্জি জানানো হচ্ছে। পড়ুয়া-সহ যে সকল ভারতীয় নাগরিকরা এখনও ইউক্রেন ছাড়েননি, তাঁরা দ্রুত দেশে ফিরে যান।” ওয়াকিবহাল মহলের ধারণা, রাশিয়া ইউক্রেনের উপর হামলার গতি আরও বাড়াতে চলেছে৷ তাই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আগেই নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার।

কিছুদিন আগেও একটি সতর্কতা মূলক বার্তা জারি করেছিল কিয়েভের ভারতীয় দূতাবাস। সেখানে বলা হয়েছিল, “ইউক্রেনের পরিস্থিতি অগ্নিগর্ভ৷ জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেন সফর করবেন না৷ ইউক্রেনের মধ্যেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করবেন না। নাগরিকরা কোথায় রয়েছেন, তা দূতাবাসকে জানিয়ে রাখুন৷ সকলের কাছে অনুরোধ করা হচ্ছে। এতে প্রয়োজন পড়লে সহজেই তাঁদের কাছে পৌঁছনো যাবে।

You May Also Like