কেভিআইসি-এর গ্রামোদ্যোগ বিকাশ যোজনা

1 min read

৩ মার্চ, ২০২৪-এ পশ্চিমবঙ্গের মালদা জেলার লক্ষনসেন আউটডোর স্টেডিয়াম, ঝালিঝালিয়া, মালদা জেলার গ্রামোদ্যোগ বিকাশ যোজনার অধীনে বিতরণ কর্মসূচি হয়। সেখানে ভাষণ দিতে গিয়ে, কেভিআইসি-এর চেয়ারম্যান শ্রী মনোজ কুমার বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, ‘নতুন ভারতের নতুন খাদি’,  ‘মোদী সরকারের গ্যারান্টি’, ‘স্বনির্ভর ও উন্নত ভারত অভিযান’-কে একটি নতুন দিকনির্দেশ দিয়েছে।

পশ্চিমবঙ্গ অতি সূক্ষ্ম মুর্শিদাবাদ মসলিন ফ্যাব্রিক, হালকা ওজনের সিল্ক এবং ঐতিহ্যবাহী বালুচরী শাড়ি ইত্যাদির জন্য পরিচিত। খাদি বিকাশ যোজনার অধীনে ৩০০এর বেশি খাদি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী কারুশিল্পে প্রায় ৫০,০০০ কারিগরদের সহায়তা করা হয়েছে।  তিনি জানান, গত দশ বছরে, পশ্চিমবঙ্গে খাদি সেক্টরের প্রচারের জন্য ৪৫০ কোটি টাকার আর্থিক সহায়তা এবং পরিকাঠামো সহায়তা দেওয়া হয়েছে।

‘মোদী সরকারের গ্যারান্টি’র কারণে, গত ৯ বছরে, খাদি এবং গ্রামীণ শিল্পের পণ্য স্থানীয় থেকে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। পশ্চিমবঙ্গ কারিগরদের দ্বারা তৈরি কুটির শিল্পদ্রব্য এখন বিশ্বজুড়ে বিখ্যাত।  কৃষ্ণনগরের পুতুল, সুন্দরবনের মধু, ব্রোঞ্জের প্রত্নবস্তু, বেত এবং বাঁশের জিনিসগুলি তাদের স্বতন্ত্রতার জন্য পরিচিত। কেভিআইসি-এর ফ্ল্যাগশিপ স্কিম, পিএমইজিপি স্কিমের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, গত ১০ বছরে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় ২৩,০০০ নতুন শিল্প প্রতিষ্ঠিত হয়েছে, যা প্রায় ১,৯০,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।  এই উদ্যোক্তাদের প্রায় ১৭৬৬ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ এবং ৬৫৪ কোটি টাকার বেশি মার্জিন মানি ভর্তুকি দেওয়া হয়েছে। এই নতুন উদ্যোক্তাদের মধ্যে নারী, তফসিলি জাতি এবং উপজাতিদের অবদান প্রায় ৫৬%।  কাঁথা সেলাই, জোরি, কাঠের কারুকাজ, পাটের কারুকাজ, মাদুর, শীতলপাটি, ডোকরা, পোড়ামাটির, মৃৎশিল্প এবং ইমিটেশন গহনা তৈরির মতো ঐতিহ্যবাহী শিল্পকে সমর্থন করা হয়েছে।

You May Also Like