রাজ্য সরকারের তরফে ছুটির ঘোষণা

0 min read

বড় সুখবর রাজ্য সরকারের তরফে। ফেব্রুয়ারী মাসে টানা দুদিন বন্ধ থাকছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষে মোট ৬৫ দিন ছুটি পাবেন স্কুল শিক্ষক থেকে পড়ুয়ারা। এই ৬৫ দিন ছুটির মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে সরস্বতী পুজোয় ছুটি। সেখানেই দেখা যাচ্ছে টানা দুদিন ছুটি থাকছে সরস্বতী পুজোয়। পাশাপাশি দোলযাত্রাতেও দুদিন ছুটি থাকছে।

দোলযাত্রাতেও পড়েছে ২৫ মার্চ, তার আগের দিন রবিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি থাকবে। এরপর ২৫ মার্চ সোমবার এবং ২৬ মার্চ হোলি উপলক্ষে পরপর দুদিন ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।

ওদিকে ২০২৪ সালের পুজোর ছুটি:
মহালয়া – ২ অক্টোবর (বুধবার)
দুর্গাপুজো – সপ্তমী – ১০ অক্টোবর (বৃহস্পতিবার)
দুর্গাপুজো – অষ্টমী+ নবমী – ১১ অক্টোবর (শুক্রবার)
দুর্গাপুজো – দশমী – ১২ অক্টোবর (শনিবার)
লক্ষ্মীপুজো – ১৬ অক্টোবর (বুধবার)
কালীপুজো – ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)

You May Also Like