এইচপি’র গেমিং নোটবুক – ভিক্টাস বাই এইচপি

1 min read

এইচপি তাদের নেক্সট-জেনারেশন মেইনস্ট্রিম গেমিং পিসি পোর্টফোলিয়ো লঞ্চ্‌ করলো ভারতে -– ভিক্টাস বাই এইচপি। ১৬ ইঞ্চির ইউনিক ল্যাপটপ ডিজাইনের এই নতুন গেমিং নোটবুক রেঞ্জ পাওয়া যাবে দুইটি আকর্ষণীয় কলারে – মাইকা সিলভার ও পার্ফর্ম্যান্স ব্লু। ভিক্টাস তৈরি হয়েছে এইচপি’র পাওয়ারফুল ‘ওমেন’ গেমিং লাইনআপের ডিএনএ দ্বারা। ভারতে এটি পাওয়া যাবে দুইটি প্রসেসর অপশনে – এএমডি রাইজেন ৬ ও ইন্টেল কোর ৫। দুটি মডেলই অ্যাক্সেসিবল, সাশ্রয়ী এবং উন্নতমনের গেমিং এক্সপিরিয়েন্স প্রদায়ী।

ভিক্টাস বাই এইচপি ই সিরিজ ল্যাপটপ (এএমডি রাইজেন প্রসেসর-যুক্ত) অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে ৬৪,৯৯৯ টাকা থেকে। ভিক্টাস বাই এইচপি ডি সিরিজ ল্যাপটপ (ইন্টেল ১১ প্রসেসর-যুক্ত) ৭৪,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে রিলায়েন্স ডিজিটাল স্টোরগুলিতে।

You May Also Like