শার্পের নতুন মাল্টিফাংশন প্রিন্টার

1 min read

কোম্পানির এ৪ কলার লাইন-আপে সংযোজন ঘটিয়ে শার্প বিজনেস সিস্টেমস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড লঞ্চ্‌ করল একটি নতুন কম্প্যাক্ট কলার মাল্টিফাংশন প্রিন্টার। নতুন এ৪ এমএফপি ‘এমএক্স-সি৩৫৭এফ’ দেবে একগুচ্ছ প্রোডাক্টিভিটি ফাংশন, বেস্ট-ইন-ক্লাস সিকিউরিটি এনহ্যান্সমেন্টস ও একটি ইনটুইটিভ ইউজার ইন্টারফেস।

গ্রাহকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হাই-স্পীড ও সাশ্রয়ী ৪-ইন-১ এমএফপি ‘এমএক্স-সি৩৫৭এফ’-এ রয়েছে অ্যাডভান্সড পারফর্ম্যান্স ও সিকিউরিটি ফিচার্সের এমন রেঞ্জ যা প্রোডাক্টিভিটি ও এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়। ‘এমএক্স-সি৩৫৭এফ’ এনে শার্প কলার এ৪ ও এ৩ কম্বিনেশনের এক নতুন লাইন-আপ সৃষ্টি করেছে। ‘এমএক্স-সি৩৫৭এফ’-এর এমআরপি হল ১,০১,৪৭৮ টাকা। এটি সরাসরি বা অথরাইজড পার্টনারদের মাধ্যমে ক্রয় করা যাবে।

শার্পের নতুন এমএফপি বর্ধনশীল ব্যবসায়িক সংস্থা এবং এসএমই, ফ্রন্ট ডেস্ক, বিএফএসআই, এনবিএফসি, হসপিটাল, প্যাথলজি ল্যাব, ওয়ার্ক গ্রুপ প্রিন্টার্স, রিটেল, ওয়ার্ক ফ্রম হোম ও ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের জন্য উপযোগী।

You May Also Like