মানব পূজা অনুষ্ঠিত হলো দিনহাটায়

0 min read

প্রতি বছরের মত এইবছরেও দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হলো মানব পূজা।শনিবার দুপুরে এই মানব পূজা অনুষ্ঠিত হয়।এইবছরের এই মানব পূজা ১১ তম বর্ষে পদার্পণ করল। গত ১০ বছর ধরে শিব জ্ঞানে মানুষরুপী ভগবানকে পুজো করার রীতি চলে আসছে বয়েস রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গনে। সংস্থার পক্ষ থেকে এক সদস্য বলেন আমরা মন্দিরে দেব দেবীর পূজা ও মসজিদে আল্লাহর আশীর্বাদ নিয়ে থাকি। ঠিক সেই ভাবেই বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে মানব পুজো দেওয়ার যে রীতি শুরু হয়েছে এবং যথেষ্ট সারা ফেলেছে মানুষের মনে। বছরের এই একটা দিন সমাজের পিছিয়ে পড়া যারা ভিক্ষাবৃত্তি সম্পন্ন করে নিজেদের জীবন যাপন করে সেই সব মানুষদের পুজো করা হয় এবং তাদের দুপুরের আহারের বন্দোবস্ত করা হয় পাশাপাশি নতুন বস্ত্রও তাদের হাতে তুলে দেওয়া হয়। শনিবার বয়েস রিক্রিয়েশন ক্লাবের হলঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক দু:স্থ মানুষকে দেবতা জ্ঞানের পূজা করা হয় এবং তাদের অন্ন ও নতুন বস্ত্র তুলে দেয়।

You May Also Like