ভারতের ঐতিহ্যময় সাংস্কৃতির প্রচারে অগ্রণী আইএইচসিএল

1 min read

ভারতীয় ঐতিহ্যের রক্ষক ইন্ডিয়ান হোটেল কোম্পানির (আইএইচসিএল)আতিথেয়তার ইতিহাস দীর্ঘদিনের।  আইএইচসিএল-এর ফোকাস হল ভারতের ঐতিহ্যময় সাংস্কৃতির  সংরক্ষণ ও প্রচার।  এই উদ্দেশ্য  তাজ বেঙ্গল কলকাতা সহ বিভিন্ন আইএইচসিএল হোটেলে ইউনেস্কোর সহযোগিতায় পর্যটকদের জন্য একটি  অভিজ্ঞতামূলক ট্যুরের আয়োজন করেছে।  

ইউনেস্কোর ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’-এর তালিকায় দুর্গাপূজা সহ, তাজ বেঙ্গল-এর অতিথিরা উৎসবের অংশ হিসাবে আড়ম্বর  ঐতিহ্যবাহী দুর্গাপূজা উদযাপন করতে পারবেন। বিশেষভাবে  অতিথিরা উত্তর কলকাতার ১৮-১৯ শতকের  বনেদি বাড়ির  দূর্গা পজো পরিদর্শন করার সুযোগ দেবে। এছাড়া অতিথিরা তাজ বেঙ্গলের  সোনারগাঁওয়ে একটি খাঁটি বাংলা থালির খাবারের স্বাদও উপভোগ করতে পারবেন এবং প্যান্ডেলে ঐতিহ্যবাহী ধুনুচি নাচের সাথে সন্ধ্যা আরতিও উপভোগ করতে পারবেন।

তাজ বেঙ্গল কলকাতার হোটেল ম্যানেজার  অর্ণব চ্যাটার্জি বলেছেন, জয়ের শহর তার সংস্কৃতি, সাহিত্য, রন্ধনপ্রণালী, শিল্প এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দুর্গা পূজার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত।

You May Also Like