বড় ধাক্কা খেলো রাজ্য, ডিএ মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ

0 min read

আবার একবার বড় ধাক্কা খেলো রাজ্য৷ কলকাতা হাই কোর্টে খারিজ রাজ্যের আর্জি। ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় আগের নির্দেশই বহাল রাখল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ৷ এ নিয়ে তৃতীয় বার রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি খারিজ করল আদালত। ফলে রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই৷ এদিন রায় ঘোষণার সময় আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের আবেদনের কোনও যৌক্তিকতা নেই।

বৃহস্পতিবার ডিএ মামলার রায় দিতে গিয়ে আদালত জানায়, পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি গ্রহণ করা হচ্ছে না। আদালতের বক্তব্য, রাজ্যের কথা মেনে ‘ডিটেলস এনকোয়ারি’ বা ‘স্ক্রুটিনি’ প্রয়োজন নেই। এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতাই (মেরিট) নেই। প্রসঙ্গত, ডিএ মামলার শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল, তহবিলে টাকা নেই৷ ফলে এখনই উঁচু হারে ডিএ দেওয়া সম্ভব হবে না। কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ।

এদিকে, দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতার না মেলায় ক্ষোভ রয়েছে সরকারি কর্মীদের মধ্যে। কলকাতা হাই কোর্টে মামলাও করা হয়৷ শুনানির পর আদালত নির্দেশ ছিল, যাতে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়। গত ২০ মে এই নির্দেশ দেয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ৷ গত অগাস্ট মাসেই তিন মাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপরেই রাজ্যের তরফে আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। কিন্তু, সেই আর্জি খারিজ হয়ে গেল৷

You May Also Like