ভূমিকম্পের পাশাপাশি বন্যায় বিপর্যস্ত তুরস্ক

1 min read

একের পর এক বিপর্যয়। একে ভূমিকম্পে রক্ষে নেই, দোসর বন্যা! ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো৷ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের মৃতের সংখ্যা ৩৭ হাজার পার৷ প্রকৃতির এই তাণ্ডব সামলে ওঠার আগে, ফের এক বিপর্যয়৷ বন্যায় প্লাবিত তুরস্কের ইস্কেন্দেরুন প্রদেশ৷ ভূমিকম্পের পর ইস্কেন্দারুনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ২০০ মিটার বেড়ে গিয়েছে। যার জেরে বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়েছে।

এদিকে তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে সিরিয়ার আল’তৌল গ্রামে ভূমিকম্প আর ভারি বৃষ্টির জেরে নদীর জল বেড়ে গিয়ে প্রবল বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দুর্ভোগ আরও বেড়েছে। বন্যার প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপালেও কোন সুরাহা করতে পারেনি৷ শুধুমাত্র ইস্তানবুলেই মৃত্যু হয়েছে ২৬ জনের৷

এদিকে শহরের কবরস্থানগুলি মৃতদেহে ভর্তি হয়ে গিয়েছে। ভূমিকম্পে মৃতদের দেহ কবরস্থ করার জন্য নতুন কবরস্থান খুলতে হয়েছে প্রশাসনকে। সেখানে গণকবর দেওয়া হচ্ছে। মৃতদেহের ভিড় সামাল দিতে প্রশাসনের তরফে শহরেই অন্য একটি স্থানে মৃতদেহ সৎকারের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে, সেখানেও ফুরিয়ে আসছে ঠাঁই।

You May Also Like