পোল্ট্রি ফার্ম প্রজেক্টে ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক

0 min read

পোল্ট্রি ফার্ম প্রজেক্টে ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গুঞ্জরিয়া এলাকায়। মোটা অঙ্কের সুধের প্রলভন দেখিয়ে এলাকা থেকে প্রায় ৯০০ জনের কাছ থেকে ১ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত একেক জনের কাছ থেকে টাকা তুলেছে ওই তিন যুবক।

প্রায় ২ বছর থেকে একাজ চলছিল। শুরুতে শুরুতে প্রতি লাখে ১৮ হাজার মাসিক সুধ দিয়েছে। এতে এলাকায় বিশ্বাস যোগ্যতা অর্জন হয়। ধিরে ধিরে অনেকেই টাকা দিতে থাকে। কয়েক মাস থেকে সুধের টাকা দেওয়া বন্ধ করে দেয়। টাকা না পেয়ে এক এক করে ইনভেস্টারা চাপ দিতে থাকে।

অবশেষে বিপুল পরিমান টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে জানাগেছে। এই খবর ছড়িয়ে পরতেই ইনভেস্টাররা রবিবার দুপুরে ওই যুবকদের বাড়িতে জমা হয়৷ বাড়িতে কাওকে না পেয়ে বিক্ষোভ দেখায়। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।ইসলামপুর থানা সূত্রে জানাগেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ হয় নি।

You May Also Like